অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুলসহ ৪ জনের যাবজ্জীবন

255

ঢাকা, ১০ নভেম্বর, ২০২০ (বাসস) : অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সৈয়দ আকিদুল ইসলাম, খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী।
সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম বর্তমানে কারগারে রয়েছেন। অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী পলাতক।
অপর আসামি জহিরুল ইসলাম মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,২০১৯ সালের জানুয়ারি কর্নেল সহিদুলের ক্যান্টনমেন্টের ডিএসএসের বাসায় অস্ত্র ও গুলি পাওয়ার ঘটনায় মামলাটি করা হয়। মামলায় নয় জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।