বাসস বিদেশ-৩ : জামাতার পদত্যাগের পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোগান

146

বাসস বিদেশ-৩
তুরস্ক-রাজনীতি-মন্ত্রী
জামাতার পদত্যাগের পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোগান
ইস্তাম্বুল, ১০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান তার জামাতা আলবেরাকের পদত্যাগ পত্র গ্রহণের পর সোমবার একজন নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সরকারি আনাদোলু বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বার্তা সংস্থাটি জানায়, নতুন রাজস্ব ও অর্থমন্ত্রীর নাম লুতফি এলভান। তিনি পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট সংক্রান্ত কমিটির প্রধান।
৫৮ বছর বয়সী এলভান উপ-প্রধানমন্ত্রী ও উন্নয়ন মন্ত্রীসহ ক্ষমতাসীন একেপি সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বাসস/এমএজেড/১২০০/-আসাচৌ