বাসস বিদেশ-৭ : নির্বাচনে প্রায় আড়াই লাখ লোক ভোট দিতে পারেনি : মালি সরকার

152

বাসস বিদেশ-৭
মালি-ভোট
নির্বাচনে প্রায় আড়াই লাখ লোক ভোট দিতে পারেনি : মালি সরকার
বামাকো, ৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মালির প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় আড়াই লাখ মানুষ ভোট দিতে পারেনি। সোমবার প্রকাশিত সরকারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
এতে বলা হয়, গত সপ্তাহে মালির প্রেসিডেন্ট নির্বাচনে সহিংসতা ছড়িয়ে পড়ায় ৮৭১টি কেন্দ্রের ভোটাভুটি কার্যক্রম স্থগিত হওয়ার ফলে প্রায় আড়াই লাখ লোক ভোট দিতে পারেনি।
গত ২১ জুলাই এর নির্বাচনে প্রাধানত তিমবুকতু অঞ্চলের উত্তরে, মধ্য মোপতি এবং দক্ষিণ সিজাও এর মোট ২ লাখ ৪৫ হাজার ৮৮৮ ভোটার বিভিন্ন কারণে ভোট দিতে পারেনি বলে জানায় আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়।
নির্বাচনের ফলাফল বিস্তারিত প্রকাশে বিরোধী দল ও ইউরোপিয়ান ইউনিয়ন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।সরকার এ আহ্বানে সাড়া দিয়ে স্থগিত ভোটকেন্দ্রের এ তালিকা প্রকাশ করে।
এদিকে দেশটির প্রথমদফার এ নির্বাচনে ক্ষমতাসীন ইব্রাহিম বউবাকার কেইতা এগিয়ে থাকার প্রেক্ষাপটে রোববার তিন বিরোধী প্রার্থী জাল ভোট ও অন্যান্য অভিযোগে ফলাফলের তীব্র বিরোধিতা জানিয়ে সাংবিধানিক আদালতে চ্যালেঞ্জ করে।
জুলাইয়ের এ নির্বাচনে কেইতা পেয়েছে ৪১ দশমিক ৪২ শতাংশ ভোট, দ্বিতীয় অবস্থানে থাকা সোমাইলা কিসি পেয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ ভোট। আগামী রোববার তারা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এর আগে দেশজুড়ে ২৩ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ৭১৫টি ভোট কেন্দ্রের ভোটদান স্থগিত করার কথা সরকার বলেছিল।
বাসস/এসই/১৪১৫/-জুনা