বাসস ক্রীড়া-১৮ : ক্রিকেটারদের ফিটনেসে খুশী প্রধান নির্বাচক

109

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-নান্নু
ক্রিকেটারদের ফিটনেসে খুশী প্রধান নির্বাচক
ঢাকা, ৯ নভেম্বর ২০২০ (বাসস) : আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার পর বীপ টেস্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জন্য খেলোয়াড়দের যোগ্যতা নির্ধারণের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ মোট ৭৯ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আগামীকাল আরও ৩৩ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নিবেন।
আজ মিনহাজুল বলেন, ‘ক্রিকেটাররা বিপ টেস্টে ভাল করছে। আজ এই গ্রুপের ৯০ শতাংশ খেলোয়াড় বীপ টেস্টে অংশ নিয়েছে। তারা ভাল করেছে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল আরও একটি গ্রুপ বীপ টেস্টের জন্য উপস্থিত হবে। আমরা খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড দেখতে একটি মানদন্ড তৈরি করেছি। তারা দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে। আশা করি খুব শিগগিরই পুরো ফিটনেস অর্জন করতে পারবে তারা।’
আজ বীপ টেস্টে অংশ নেয়ার কথা ছিলো অলরাউন্ডার সাকিব আল হাসানের, কিন্তু শেষ পর্যন্ত তা করেননি তিনি। আগামী বুধবার তার ফিটনেস পরীক্ষা হবে।
সাকিবকে নিয়ে আশাবাদি মিনহাজুল। তিনি জানান, বিশ্বসেরা অলরাউন্ডার সকল প্রতিকূলতাকে কাটিয়ে উঠবেন এবং আসন্ন টি-টুয়েন্ট টুর্নামেন্টে খেলবেন।
মিনহাজুল বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট শুরু করার পথে রয়েছেন সাকিব। বীপ টেস্টে অংশ নিতে হবে তাকে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যতম সেরা। আশা করি, খুব শীঘ্রই পরীক্ষায় নামবেন তিনি। আশা করি, আসন্ন টুর্নামেন্টে ভালো খেলবেন সাকিব।’
বাসস/এএমটি/১৯০০/স্বব