বাসস ক্রীড়া-১৬ : ছয় বছর পর বিগ ব্যাশে খেলবেন স্টার্ক

118

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিগ ব্যাশ
ছয় বছর পর বিগ ব্যাশে খেলবেন স্টার্ক
সিডনি, ৯ নভেম্বর ২০২০ (বাসস) : দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি বিগ ব্যাশ লীগে(বিবিএল) খেলবেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। বর্তমান চ্যাম্পিয়ন ও তার পুরনো ক্লাব সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন তিনি। সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি।
বিগ ব্যাশের প্রথম আসর ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিলো সিডনি সিক্সার্স। ঐ দলে ছিলেন স্টার্ক। জাতীয় দলের কারনে গেল পাঁচটি আসরে খেলতে পারেননি তিনি।
এখন পর্যন্ত বিগ ব্যাশে মাত্র ১০ ম্যাচ খেলেছেন স্টার্ক। ৭ দশমিক ৯২ গড়ে ২০ উইকেট নিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১১ দশমিক ৩। সেরা বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট।
স্টার্ক বলেন, ‘পাঁচ বছর পর বিগ ব্যাশে ফিরতে পারাটা আনন্দের। আমি সিডনি সিক্সার্সের হয়ে প্রথম আসর শুরু করেছিলাম। এখনো এই দলের সাথে আছি। আমি ও আমার স্ত্রী সিক্সার্সের সাথেই আছি।’
বিগ ব্যাশ চলাকালীন ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। তাই সিডনি সিক্সার্সের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না স্টার্ক। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসর।
বাসস/এএমটি/১৮৫০/স্বব