বাসস ক্রীড়া-১২ : সরফরাজের জরিমানা

125

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-সরফরাজ
সরফরাজের জরিমানা
করাচি, ৮ নভেম্বর ২০২০ (বাসস) : আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের সাবকে অধিনায়ক সরফরাজ আহমেদকে জরিমানা করা হয়েছে । পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে আয়াম্পারের সিদ্বান্তের বিপক্ষে অশোভন মন্তব্য করায় ম্যাচ ফি’র ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে সরফরাজকে।
এক বিবৃতিতে সরফরাজের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সিদ্ধান্তে খুশী না হয়ে অকথ্য ভাষা ব্যবহার করেন সরফরাজ। ফলে সরফরাজের বিপক্ষে আচরণবিধির ২ দশমিক ২১ ধারা ভঙ্গের অভিযোগ আনেন ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার। এরপর ম্যাচ রেফারি তাকে জরিমানা করেন।
বিবৃতিতে পিসিবি জানায়, নর্দানের বিপক্ষে ম্যাচের অকথ্য ভাষা ব্যবহার করে আচরণবিধির ভঙ্গ করেছেন সরফরাজ। তাই ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
বাসস/এএমটি/১৪০০/স্বব