বাসস দেশ-১৯ : রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু’জন দগ্ধ

89

বাসস দেশ-১৯
বিদ্যুৎস্পৃষ্ট-নির্মাণ শ্রমিক-দগ্ধ
রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দু’জন দগ্ধ
ঢাকা, ৮ নভেম্বর, ২০২০ (বাসস): রাজধানীর খিলগাও থানাধীন মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক দুই ভাই দগ্ধ হয়েছেন।
তারা হলেন- রাজীব (২২) ও হাসিব (১৫)। রাজিবের শরীরের ২২ শতাংশ ও হাসিবের ৭০ শতাংশ পুড়ে গেছে। হাসিবের অবস্থা সংকটাপন্ন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য জানান।
তিনি বলেন, রোববার দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুপুর দুইটার দিকে ভর্তি করা হয়।
পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, খিলগাও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিন তলায় রডের কাজ করার সময় বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮০০/কেকে