নাদালকে পরাজিত করে প্যারিস মাস্টার্সের ফাইনালে জেভরেভ

193

প্যারিস, ৮ নভেম্বর ২০২০ (বাসস) : টপ ফেবারিট রাফায়েল নাদালকে পরাজিত করে প্যারিস মাস্টার্স টেনিসের ফাইনালে পৌঁছে গেছেন আলেক্সান্দার জেভরেভ।
বিশে^র সাত নম্বর এই জার্মান তারকা শনিবার সেমিফাইনালে ৬-৪, ৭-৫ গেমের সরাসরি সেটে নাদালকে পরাজিত করে ফাইনালের টিকিট কাটেন। ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী স্প্যানিশ তারকা নাদালের বিপক্ষে এ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মত সরাসরি সেটে জয়ী হবার কৃতিত্ব দেখালেন। এর আগে সর্বশেষ এটিপি ট্যুর ফাইনালে তারা দুজন সর্বশেষ একে অপরের মোকাবেলা করেছিলেন।
ম্যাচ শেষে জেভরেভ বলেন, ‘আমি সত্যিই দারুন খুশী। করোনার পর পুনরায় টেনিস শুরু হবার পর যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাতে আমি সন্তুষ্ট।’
এই টুর্নামেন্টে জিততে পারলে নোভাক জকোভিচের ৩৬টি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ডকে স্পর্শ করতে পারতেন নাদাল। ২৩ বছর বয়সী জেভরেভ এর মাধ্যমে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকলো। কোলনে অনুষ্ঠিত আগের টুর্নামেন্টেই তিনি শিরোপা জিতে প্যারিসে খেলতে এসেছিলেন। এবারের ইউএস ওপেনের ফাইনালেও তিনি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে অস্ট্রিয়ান ডোমিনিক থিমের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মূলত লকডাউনের মধ্যে নতুন কোচ ডেভিড ফেরারের অধীনে নিজেকে দারুন পরিনত করে তুলেছেন জেভরেভ। এ সম্পর্কে জেভরেভ বলেছেন, ‘কোভিড বিরতিতে আমি যে পরিমান অনুশীলনের সুযোগ পেয়েছি সেটাই আমার ম্যাচে দারুন প্রভাব ফেলেছে। আমি মনে করি ঐ সময়ই আমার দারুন উন্নতি হয়েছে।’