বাজিস-৪ : নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

192

বাজিস-৪
নড়াইল- আলোচনা সভা
নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল, ৭ নভেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ খাদ্য মন্ত্রনালয়ের সচিবের সাথে জেলা প্রশাসন ও খাদ্য দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল সার্কিট হাউজে জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
বিশেষ অতিথি ছিলেন খুলনায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহাবুবুর রহমান।
সভায় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির সুফল জনগন ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশের কারনে মানুষ ঘরে বসে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারছে।এরই অংশ হিসাবে কৃষকরা যাতে হয়রানির স্বীকার না হন সেলক্ষ্যে মোবাইলে কৃষক অ্যাপস-এর মাধ্যমে সরকার ধান ক্রয় কার্যক্রম শুরু করছে। এর ফলে কৃষকরা তাদের ধানের নায্য মূল্য পাবেন।
এর আগে খাদ্য সচিব নড়াইল সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৪৪/এমকে