করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান বিএসএমএমইউ উপাচার্যের

271

ঢাকা,৭ নভেম্বর, ২০২০ (বাসস) : করোনাভাইরাস মোকাবেলায় সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।
আজ বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের দ্বিতীয় তলায় সংস্কার পরবর্তী টিচার্স লাউঞ্জের উদ্বোধনকালে উপাচার্য এ আহবান জানান।
এসময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর প্রতি মুখে মাস্ক ব্যবহারসহ যেসব স্বাস্থ্যবিধির নির্দেশনা দিয়েছেন তা অবশ্যই সকলকে মেনে চলতে হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম,উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো:জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম,নার্সিং অনুষদের ডীন অধ্যাপক অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া,কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ,নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)প্রমুখ উপস্থিত ছিলেন।