ব্রাজিলে অপরাধ বিরোধী অভিযান : নিহত ৪, গ্রেফতার ১৪২

364

রিও ডি জানেরিও, ৮ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : ব্রাজিলের রিও ডি জানেরিও নগরীতে পুলিশের অভিযানে শনিবার অন্তত চার জন নিহত ও ১শ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
খবর সিনহুয়া’র।
সুসংঘবদ্ধ আধাসামরিক অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে চালানো দমন অভিযানের অংশ হিসেবে ওয়েস্ট রিও’র সান্তা ক্রুজ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ একটি পার্টিতে অভিযান চালায়। ওই সময় সেখানে ওয়েলিংটন ডি সিলবা ব্রাজা উপস্থিত ছিলেন। তাকে ওই নগরীর সবচেয়ে বড় আধাসামরিক দলের নেতা মনে করা হয়।
ব্রাজা পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার চার দেহরক্ষী নিহত হয়।
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে গ্রেনেড, বুলেটপ্রুফ জ্যাকেট ও চোরাই গাড়িসহ বেশ কিছু বেআইনী জিনিস উদ্ধার করেছে।