বাসস ক্রীড়া-১৫ : এক ভেন্যুতেই ২৭ নভেম্বর থেকে শুরু হবে এলপিএল

176

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এলপিএল
এক ভেন্যুতেই ২৭ নভেম্বর থেকে শুরু হবে এলপিএল
কলম্বো, ৬ নভেম্বর ২০২০ (বাসস) : আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলংকা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে এলপিএল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারনে একটি মাত্র ভেন্যুতে এলপিএল সকল খেলা অনুষ্ঠিত হবে।
এলপিএল আয়োজনের সবুজ সংকেত দেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে। হাম্বানটোটার মহিন্দ রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।
ক্রিকেটার ও টুর্নামেন্টের সাথে জড়িত সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছেন শ্রীলংকা সরকার। এ বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সহ-সভাপতি ও এলপিএলের পরিচালক রবীন বিক্রমারত্নে বলেন, ‘করোনাভাইরাসের কারনে স্বাস্থ্য বিধি মেনে হাম্বানটোটাতে একটি মাত্র ভেন্যুতেই হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই এবং কঠোর জৈব সুরক্ষা বলয়ে সবকিছু করতে চাই। সরকারের সবুজ সংকেতের পর আমরা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী।’
টুর্নামেন্টটি আগামী মাসের ১৭ ডিসেম্বর শেষ হবে।
বাসস/এএমটি/১৯১৬/স্বব