কেন স্পার্স গোলের রেকর্ড ভাংবেন : মরিনহো

452

লন্ডন, ৬ নভেম্বর ২০২০ (বাসস/এএফপি) : টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ ২৬৬ গোলের রেকর্ড ভাঙ্গা হ্যারি কেনের জন্য ‘সময়ের ব্যাপার’ বলে মন্তব্য করেছেন হোসে মরিনহো। গতকাল ক্লাবটির দ্বিতীয় ফুটবলার হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ড অধিনায়ক।
গতকাল স্পার্সদের হয়ে ৩০০ তম ম্যাচে অংশ নিয়ে গোলের ডাবল সেঞ্চুরি পুর্ন করেন ২৭ বছর বয়সি কেন। ইউরোপা লীগে বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটস এর বিপক্ষে টটেনহ্যামের ৩-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে গোল করে ওই মাইলফলকে পৌঁছান ইংলিশ তারকা। এটি ছিল চলতি মৌসুমে কেনের ১২তম গোল।
কেনের আগে টটেনহ্যামের হয়ে মাত্র দুইজন খেলোয়াড় ২০০ গোলের মাইলফলক অতিক্রম করেছেন। এরা হলেন জিমি গ্রেভস ও ববি স্মিথ।
মরিনহো বিটি স্পোর্টসকে বলেন,‘ ওই গোল সংখ্যা তাকে ক্লাব কিংবদন্তীতে পরিণত করেছে। এমন একজন তরুণ ফুটবলারের জন্য প্রিমিয়ার লীগ ও অন্য টুর্নামেন্টের এই অর্জন অভাবনীয় ব্যাপার। আজ রাতে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন। আমার মনে হয় সে (রেকর্ড ভাংতে) পারবে। এটি সময়ের ব্যাপার মাত্র।’
২০১১ সালে স্পার্সদের হয়ে প্রথম গোলের সুচনা করেছিলেন কেন। প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ডের শ্যামরক রোভার্স। কিন্তু ক্লাবের নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা পেতে তাকে সেখানে আরো তিন বছর ব্যয় করতে হয়েছে। এই সময় লিস্টার সহ আরো কয়েকটি ক্লাবে ধারে খেলতে হয়েছে তাকে। কেন বলেন, রেকর্ডের বিষয়টি তার মাথায় ছিল না। তবে তিনি গোল গোল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন,‘ ২০০ গোলের মাইলফলকে বসতে পারাটা দারুন অর্জন। তবে নিশ্চিত সেখানে আরো কয়েকটি গোলের সুযোগ ছিল। রেকর্ডের বিষয়টা আমার মনে ছিল না। আপনারাই গোল করার পর আমাকে সেটি জানিয়েেেছন। খেলার সময় সেটি মনে রাখাটা কঠিন। আমার মনে হয় আপনি যখন শেষ করবেন তখন এইসব নিয়ে ভাবনে ।’
কেনের এই অর্জনের প্রশংসা করেছেন সাবেক স্পার্স কিংবদন্তী গ্যারি লিনেকার ও গ্লেন হোডল।
লিনেকার টুইট করেছেন,‘ ৩০০তম ম্যাচে স্পার্সদের হয়ে কেনের ২০০তম গোল দারুন এক অর্জন।’
গ্রেভসের রেকর্ড কেন অতিক্রম করতে সক্ষম হবে উল্লেখ করে হোডল বিটি স্পোর্টসকে বলেন,‘ তার জন্য আমি আনন্দিত। সেখানে তার চেয়ে এগিয়ে রয়েছেন দু’জন মাত্র খেলোয়াড় স্মিথ ও জিমি। ক্লাবে থেকে গেলে সে জিমিকে ধরে ফেলতে পারবে বলে আমি মনে করি।’