বাসস ক্রীড়া-১০ : আইপিএলে রোহিতের লজ্জার রেকর্ড

130

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আইপিএল-রোহিত
আইপিএলে রোহিতের লজ্জার রেকর্ড
দুবাই, ৬ নভেম্বর ২০২০ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
গতরাতে টুর্নামেন্টের ত্রয়োদশ আসরের প্রথম কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলো মুম্বাই। ম্যাচের দ্বিতীয় ওভারে দিল্লির স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হন রোহিত শর্মা। আউট হবার আগে নিজের নামের পাশে কোন রানই বসাতে পারেননি তিনি। অর্থাৎ শুন্য রানে ফিরেন রোহিত। ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার শুন্য রানে আউট হন তিনি।
এই নিয়ে আইপিএলে ১৩বার শুন্য রানে ফিরলেন রোহিত। এর আগে এই রেকর্ডে রোহিত ছিলেন চেন্নাইয়ের হরভজন সিং ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্থিব প্যাটেলের সাথে। তারাও ১২বার করে শুন্য রানে ফিরেন।
রোহিতের লজ্জার রেকর্ডের ম্যাচে মুম্বাই ৫৭ রানে হারায় দিল্লি ক্যাপিটালসকে।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব