সর্বোচ্চ উইকেটশিকারী মুস্তাফিজ

356

লডারহিল, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজের সেরা বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। ৯ দশমিক ১ ওভার বল করে ৯৯ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন ফিজ। সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট। প্রথম টি-২০তে ১৮ রানে ২, দ্বিতীয় ম্যাচে ৫০ রানে ৩ ও তৃতীয়টিতে ৩১ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।
৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমো পল। ৫ উইকেট নিয়ে পরের স্থানেই রয়েছেন ক্যারিবীয়দের আরেক ওপেনার কেসরিক উইলিয়ামস।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে শীর্ষ পাঁচ বোলারের পরিসংখ্যান :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট গড়
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ৩ ৯.১ ৯৯ ৮ ১২.৩৭
কেমো পল (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ১১.০ ৮৯ ৬ ১৪.৮৩
কেসরিক উইলিয়ামস(ও: ইন্ডিজ) ৩ ৩ ১১.০ ৮৯ ৫ ১৭.৮০
অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ৮.০ ৬৩ ৪ ১৫.৫০
নাজমুল ইসলাম (বাংলাদেশ) ৩ ৩ ৬.৩ ৫৪ ৩ ১৮.০০