বাজিস-২ : বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশা

233

বাজিস-২
বগুড়া-আমন চাষ
বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশা
বগুড়া, ৬ নভেম্বর ২০২০ (বাসস) : ৪ দফা বন্যার আঘাতের পরও এবার বগুড়ায় আমনের বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠে মধ্যের ধান ইতো মধ্যে কাটা শুরু হয়েছে। দফায় দফায় বন্যা কৃষকদের দাবিয়ে রাখতে পারেনি। বন্যাকে ও করোনাকে জয় করে আমন ফলিয়েছে বগুড়ার কৃষক। সুফলও মিলেছে হাতে নাতে। পেয়েছে আমনের বাম্পার ফলনের আভাস। আমন ধান ঘরে উঠার পর কৃষক অগ্রহায়নে নবান্নের উৎসবে মেতে উঠবে ।
জেলায় এবার বগুড়ায় ৫ লাখ ৮০ হাজার মেট্রিক আমন(চাল আকারে) উৎপাদন হবে এমনটাই জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদুৎজ্জামান। বগুড়ায় এবার ১ লাখ ৭৩ হাজার ৭৩৫ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধরণ করে কৃষি বিভাগ। তাদের দেয়া তথ্য মতে জেলায় আমন চাষ হেেয়ছে ১ লাখ ৮০ হাজার ৪৪৮ হেক্টর জমিতে
আমন উৎপাদন লক্ষ্য মাত্রা ছিল ৫ লাখ ৬১ হাজার ৪৩৫ মেট্রিক টন(চাল আকােের) । কিন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ,এবার বগুড়ায় আমন উৎপাদন হবে ৫লাখ ৮০ হাজার ৪৪৮ মেট্রিকটন। এবার৪ দফা বন্যায় বগুড়ায় আমনের ক্ষতি হযেছে ১২ হাজার ২৮ হেক্টর জমির ফসল। যা থেকে পাওযা যেত ৪ হাজার হেক্টর আমন। বন্যা ও করোনাকে জয় করে হিসাব পাল্টে দিয়েছে বগুড়া কৃষক। বন্যাকে জয় করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলায় ৫০ একর জমিতে আমন চারা উৎপাদন করেছে। বন্য কবলিত এলাকায় ৩৩৩৩হাজার কৃষককে এ চারা বিতরণ করা হয়েছে এ আমনচারা। জেলায় ইতোমধ্যে আমনকর্তন শুরু হয়েছে। কৃষি বিভাগ জানায় এ পর্যন্ত বগুড়ায় ৭ শতাংশ আমন কাটা হয়েছে। জেলার বগুড়া সদরের কিছু অংশ, গাবতলী উপজেলা,শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলাায় ধান কাটা শুরু করেছে কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জানান, আগামী ১৫দিন পর পুরোপুরি ভাবে ধান কাটার উৎসবে মেতে উঠবে কৃষক। এবার বোরোর ভােলা দাম পাওয়ায় উৎসাহ বেড়ে যাওয়ায় কৃষক জোরে সোরে আমন উৎপাদনে মনোযোগী হয়। যার ফলে এবার আমনের বাম্পার ফলন হয়েছে।
বাসস/সংবাদদাতা/১১৩০/নূসী