বাসস বিদেশ-৪ : ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি ওরেগন পুলিশ

207

বাসস বিদেশ-৪
পোর্টল্যান্ড-বর্ণবাদ-পুলিশ
ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি ওরেগন পুলিশ
পোর্টল্যান্ড, ৫ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : পোর্টল্যান্ডের অদূরে শহরতলিতে শত শত পুলিশ ও ট্রাম্পবিরোধী বামপন্থী দলের বিক্ষোভকারীর মধ্যে বুধবার সন্ধ্যায় উত্তেজনা দেখা যায়। বিক্ষোভকারিরা ভাংচূড় চালিয়ে দোকানের জানালা ভেঙ্গে ফেললে রাজ্য পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। নির্বাচনের একদিন পরের এ ঘটনা স্টেট গভর্ণরকে জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে সক্রিয় করে তুলতে প্ররোচিত করে তোলে। খবর এএফপি’র।
নগরীর শহরতলির কেন্দ্রস্থলে “ব্যাপক সহিংসতার” কথা উল্লেখ করে মাল্টনোমাহ কাউন্টি শেরিফ অফিস জানায়, এ ঘটনায় কমপক্ষে নয় জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাস্থলের একজন এএফপি সাংবাদিক জানান, ইউনিসনে সশস্ত্র পুলিশকে একত্রিত হয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা গেছে কিন্তু সেখানে কোনো সংঘর্ষ হতে দেখেননি। এর আগে বামপন্থি জোট আয়োজিত শহরের কেন্দ্রস্থলের একটি পার্কে জোট সমর্থকরা এক শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেয়।
বাসস/অনু- জেজেড/২০২৩/কেএমকে