বাসস ক্রীড়া-৮ : সাকিবের ফিটনেস ও পারফর্মেন্স নিয়ে ভীত নন সালাহউদ্দিন

120

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-সালাহউদ্দিন-সাকিব
সাকিবের ফিটনেস ও পারফর্মেন্স নিয়ে ভীত নন সালাহউদ্দিন
ঢাকা, ৫ নভেম্বর ২০২০ (বাসস): বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের ফিটনেস ও পারফমেন্সের সামর্থ্য নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করেন তার শৈশবের কোচ সালাহউদ্দিন। সাকিব সব ধরনের প্রতিকুলতা কাটিয়ে উঠেছেন বলে মনে করেন তিনি।
পুর্ব নির্ধারিত শ্রীলংকা সিরিজকে সামনে রেখে কিছুদিন আগে দেশে ফিরে সালাহউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমের তত্বাবধানে অনুশীলন করেছিলেন সাকিব। তবে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায় ফের যুক্তরাস্ট্রে ফিরে যান দেশ সেরা এই ক্রিকেট তারকা। ওই অভিজ্ঞতার আলোকে সালাহউদ্দিন বলেন সাকিব ক্রিকেটে ফেরার মত অবস্থানে রয়েছেন।
আজ তিনি সাংবাদিকদের বলেন,‘ সাকিব ফের ক্রিকেট খেলতে যাচ্ছে শুনে আমি দারুন বোধ করছি। যুক্তরাস্ট্রে তিনি কি করেছেন জানি না। কিন্তু তিনি যখন এখানে আসেন তখন দেখলাম তার ফিটনেস ভালই আছে ।’
আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ১১৩ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে সেখানে সাকিবের নামও রয়েছে। আগামী ৯ নভেম্বর তাদের ফিটনেস পরীক্ষা করা হবে। সালাহউদ্দিনের মতে ওই ফিটনেস পরীক্ষায় সাকিবের কোন সমস্যা হবে না। তিনি বলেন,‘তিনি যদি যুক্তরাস্ট্রে ফিটনেস নিয়ে কাজ করে থাকেন, তাহলে আমার মনে হয় সেটি তাকে বাড়তি সুবিধা দেবে। তার খেলা নিয়ে আমার মধ্যে কোন রকম শংশয় নেই। আমার বিশ্বাস আজ হোক কিংবা কাল, তিনি আগের অবস্থানে ফিরে আসবেন।’
তামিম ইকবালের সঙ্গে কাজ করতে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসা সালাহউদ্দিন বলেন, তার সঙ্গে ফের কাজ শুরু করবেন কিনা সেটি নিয়ে সাকিবের সঙ্গে কোন কথা হয়নি।
তিনি বলেন,‘ এই বিষয়ে এখনো আমার সঙ্গে সাকিবের কোন কথা হয়নি। এখন তিনি বোর্ডের অধীনে। তিনি বোর্ডের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করনীয় ঠিক করবেন। সত্যিকার অর্থে আমার সঙ্গে তার কোন কথা হয়নি। ৫/৬ দিন আগে আমরা কথা বলেছি। তখন খেলা নিয়ে কোন কথা হয়নি।
আমি আসলে তামিমের সঙ্গে কাজ করতে এখানে এসেছি। বলতে পারেন রুটিন কাজ। জানতে এসেছি এখন তার অবস্থা কেমন। তার মানে এই নয় যে, আমি তাকে শেখাতে এসেছি।’
বাসস/এসএমপি/এমএইচসি/১৮১০/স্বব