দুর্ঘটনা রোধে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ৭০ কি.মি. অংশে সচেতনতামূলক বিল বোর্ড স্থাপন

392

গোপালগঞ্জ, ৬ আগস্ট ২০১৮ (বাসস) : সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের দুই পাশে সচেতনতামূলক বিল বোর্ড স্থাপন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত এসব বিলবোর্ড ইতিমধ্যে চালক ও পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। গত ৭ মাসে অন্তত ৪০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৬ জনের। আর আহত হয়েছে সহ¯্রাধিক। সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর স্বপ্ন হারিয়ে যাচ্ছে আকালেই।
সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সদর উপজেলার মোল্লাহাট ব্রীজ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ৭০ কিলোমিটার অংশের দুই পাশে বিভিন্ন শ্লোগান লেখা ৬২ টি সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এসব সচেতনতামূলক বিল বোর্ডে চালকেরা ওভার স্পীড, ওভার টেকিং না করে সাবধানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। গোপালগঞ্জ জেলা প্রশাসন স্থাপিতÑ ‘গন্তব্যে কখনোই না পৌঁছানোর চেয়ে একটু দেরীতে পৌঁছানো ভালো; সুতরাং গাড়ী সাবধানে চালান।’ ‘আপনার আদরের সন্তানকে এতিম করবেন না, গতিসীমা মেনে চলুন, সাবধানে গাড়ী চালান।’ এমন ৪০টি স্লোগান সম্বলিত সচেতনতামূলক বিলবোর্ড ইতিমধ্যে নজর কেড়েছে সাধারণ মানুষের। এতে সাধুবাদ জানিয়ে সড়ক দুর্ঘটনার হার কমে আসবে বলে মনে করছেন সাধারন মানুষ।
চালক জসিম শেখ, ইসমাইল আলম জানান, মহাসড়কের দুই পাশে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপনের ফলে চালকরা উপকৃত হচ্ছেন। অনেক সময় গতি বাড়িয়ে দিলেও বিলবোর্ডগুলো চোখে পড়া মাত্র গাড়ীর গতি কমিয়ে দিচ্ছি। ওভারটেকিং করছি না। ফলে যাত্রীদের নিরাপদে নিজ নিজ গৌন্তব্যে পৌঁছে দিতে পারছি।
পথচারী সাইফুল ইসলাম, সুমন ঘোষ, কেয়া আক্তার জানান, আমরা অনেকে আইন না মেনে যত্রতত্র ভাবে সড়ক পাড় হই। এতে অনেক সময় সড়ক দুর্ঘটনায় পড়ে জীবন দিত হয়। এসব বিলবোর্ডগুলো স্থাপনের ফলে আমরা সচেতন হচ্ছি। দেখে শুনে সড়ক পাড় হচ্ছি। এ কারণে সড়কে দুর্ঘটনা কমে আসবে। এমন উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন তারা।
গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাসু শেখ বলেন, এসব বিল বোর্ড স্থাপন করায় যান চালক ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ফলে তারা দেখে শুনে গাড়ী চালাচ্ছেন। এতে সড়ক দুর্ঘটনা কমে আসছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, আমরা চালক ও পথচারীদের সচেতন করতে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে বেশ কিছু শ্লোগান সম্বলিত বিল বোর্ড লাগিয়েছি। এতে কিছুটা হলেও সবাই সচেতন হবে। ফলে জেলায় সড়ক দুর্ঘটনা কমে আসবে।