বাসস ক্রীড়া-১৫ : আন্তর্জাতিক ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় : জিকো

134

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-জিকো-প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ম্যাচ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় : জিকো
ঢাকা, ৪ নভেম্বর ২০২০ (বাসস) : নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলে আত্মবিশ্বাসের মাত্রা বেড়ে যায় বলে আজ মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জিকো।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় জিকো আরো বলেন,‘ আমি যদি নিয়মিতভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারতাম তাহলে আত্মবিশ্বাসের উন্নতি হতো এবং ভবিষ্যতে আমি আরো ভাল করতে পারতাম।’
বসুন্ধরা কিংস এর এই গোল রক্ষক ঘরোয়া ফুটবলের শিরোপা জয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছেন। ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায় কিংবা ম্যাচের সময় যদি জিকো গোলবারের নীচে অবস্থান করেন তাহলে সতীর্থ খেলোয়াড়দের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস থাকে ।
জিকো বলেন,‘ সতীর্থদের মধ্যে আমার প্রতি দারুন আস্থা রয়েছে। ম্যাচ যদি কোন কারণে টাইব্রেকারে যায় তাহলেও তারা আস্থাশীল থাকে। ম্যাচে আমিও নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। এটি সম্পুর্নভাবে নির্ভর করে টাইমিংয়ের উপর। কারণ বলের উপর যদি নজর থাকে এবং যদি বুঝতে পারি শেষ পর্যন্ত কোন খেলোয়াড়টি বল পাবে তাহলে গোল ঠেকানো সম্ভব।
আজ জাতীয় দলের কোন অনুশীলন ছিলনা। শুধুমাত্র প্রাথমিক স্কোয়াডের চার গোল রক্ষক জাতীয় দলের নতুন গোলরক্ষন কোচ লেস ক্লিভলির অধীনে অনুশীলন করেন। এক প্রশ্নের জবাবে জিকো বলেন, নতুন কোচ জানেন আমাদের সমস্যা কোথায়। তিনি সেই জায়গাটিতে জোর দেন। ফলে আমরা দ্রুত ওই সমস্যা কাটিয়ে উঠে খেলতে পারি।’
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
বাসস/এসজি/এমএইচসি/১৯২০/স্বব