ওয়েলসের পরবর্তী তিনটি ম্যাচে দায়িত্বে থাকছেন না গিগস

258

লন্ডন, ৪ নভেম্বর, ২০২০ (বাসস) : বান্ধবীকে হামলার অভিযোগে স্থানীয় পুলিশের কাছে আটক ওয়েলস কোচ রায়ান গিগস আগামী তিনটি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বে থাকছেন না বলে নিশ্চিত করেছে ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ)। যদিও পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪৬ বছর বয়সী সাবেক এই তারকাকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে।
নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগই অবশ্য অস্বীকার করেছেন গিগস। একই সাথে পুলিশের সাথে সব বিষয়ে সহযোগিতা করেছেন বলেও গিগসের এক মুখপাত্র বিবৃতিতে উল্লেখ করেছেন।
কিন্তু তারপরেও আগামী ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওয়েলসের কোচে ভূমিকায় তাকে দেখা যাবে না।
এ সম্পর্কে এফএডব্লিউ এক বিবৃবিতে জানিয়েছে, ‘ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস ও রায়ান গিগস যৌথভাবে একটি সমঝোতায় পৌঁছেছে যে, আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোচের দায়িত্বে তিনি থাকছেন না। এই মুহূর্তে আমাদের সকলের মূল লক্ষ্য আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য ওয়েলসের যথাযথ প্রস্তুতি নিশ্চিত করা। রায়ানের সহযোগি রবার্ট পেজ পরবর্তী তিনটি ম্যাচের জন্য প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।’
তিনটি ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ওয়েলস স্কোয়াড ঘোষনা করার কথা থাকলেও এখন তা পিছিয়ে বৃহস্পতিবার ঘোষনা করা হবে।
সফল পেশাদার ফুটবলের ক্যারিয়ার শেষে ২০১৮ সালের জানুয়ারিতে ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পান গিগস। খেলোয়াড়ি জীবনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩বার প্রিমিয়ার লিগ, দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার এফএ কাপ ও তিন বার লিগ কাপের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন। ওয়েলস জাতীয় দলের হয়ে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন রায়ান গিগস।