বাসস বিদেশ-২ : পুনঃনির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান সিনেট নেতা ম্যাককনেল

117

বাসস বিদেশ-২
যুক্তরাষ্ট্র-ভোট-রাজনীতি-সিনেট-ম্যাককোনেল
পুনঃনির্বাচনে জয়ী হলেন রিপাবলিকান সিনেট নেতা ম্যাককনেল
ওয়াশিংটন, ৪ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা কেন্টাকির ম্যাককোনেল মঙ্গলবার পুনঃনির্বাচনে জয়লাভ করেছেন। এর ফলে কংগ্রেসে অনেক ক্ষমতাধর এ রিপালিকানের আরো ছয় বছর সিনেটে বহাল থাকা নিশ্চিত হলো। খবর এএফপি’র।
ম্যাককোনেল তার প্রতিদ্বন্দ্বী সাবেক ফাইটার পাইলট অ্যামি ম্যাকগ্রাকে পরাজিত করেন।
৭৮ বছর বয়সী ম্যাককোনেল ১৯৮৫ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করেন এবং তিনি ক্যাপিটল হিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র। তবে এ সিনেটর প্রেসিডেন্টের করোনাভাইরাস মহামারি মোকাবেলার বিভিন্ন পদক্ষেপের নীরবে সমালোচনা করে আসছেন।
বাসস/এমএজেড/১২২৫/-আসাচৌ