কুমিল্লার মেঘনায় মৎস্যজীবিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

272

কুমিল্লা (দক্ষিণ), ৪ নভেম্বর, ২০২০, (বাসস) : করোনা পরিস্থিতিতে বিকল্প আয়ের কর্ম সহায়তায় কুমিল্লার মেঘনা উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মেঘনা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস্য অধিদপ্তরের বিভাগীয় মৎস্য কর্মকর্তা (উপপরিচালক) এস এম মহিব উল্লাহ ২৫ জন মৎস্যজীবির কাছে সেলাই মেশিন বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় প্রমুখ।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন বাসসকে বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিকল্প আয়ের কর্ম সহায়তায় মেঘনা উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝ থেকে ২৫ জন মৎস্যজীবিকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তবে নিবন্ধিত প্রত্যেক মৎস্যজীবিকে পর্যায়ক্রমে এ সেলাই মেশিন বিতরণ করা হবে বলে তিনি জানান।