বঙ্গমাতা স্বর্ণপদক, বৃত্তি প্রদান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান ৮ আগস্ট

304

ঢাকা, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বর্ণপদক, বৃত্তি প্রদান, স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠান আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
আগামী ৮ আগস্ট বুধবার বিকেল ৫টায় হল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ ও ট্রাস্ট ফান্ডের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হলের প্রাধ্যক্ষ ড. জাকিয়া পারভীন।