বাজিস-১০ : ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা

176

বাজিস-১০
ফেনী- গ্যাস সংযোগ
ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা
ফেনী, ৩ নভেম্বর ২০২০ (বাসস) : জেলা সদরের ফরহাদনগরে আজ তিন কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের দায়ে তিনব্যক্তিকে পঞ্চাশহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
মনিরুজ্জামান জানান, ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামে ৫ ঘন্টাব্যাপী এ অভিযানকালে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত তিন কিলোমিটার দীর্ঘ পাইপ উচ্ছেদ করা হয়।
তিনি জানান, অনুমোদনহীন গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহারের অপরাধে ওই গ্রামের সুলতান আহমেদেও কন্যা রেজিয়া বেগমকে ২০ হাজার, মনির আহাম্মদেও কন্যা তাছলিমা আক্তারকে ২০ হাজার এবং ছকিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে ফেনীতে বাখরাবাদ গ্যাসের এরিয়া ম্যানেজার সাহাবউদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৫/এমকে