বাসস দেশ-১৯ : সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি বিএফইউজে-ডিইউজে’র

179

বাসস দেশ-১৯
বিবৃতি-ডিইউজে
সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি বিএফইউজে-ডিইউজে’র
ঢাকা, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সংবাদিক ইউনিয়ন- ডিআউজে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আজ এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের এ দু’টি সংগঠনের নেতারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘বর্তমান সরকারের কল্যাণে তথ্য প্রযুক্তির যে বিপ্লব দেশে ঘটেছে তার সূত্র ধরে হামলাকারীদের চিহ্নিত করা কোনো সমস্যা নয়। সুতরাং আইন-শৃঙ্খলা বাহিনী অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আশা করি।’
নেতারা বলেন, এ ধরণের হামলা যারাই ঘটাক না কেন তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেয়া না হলে দায় প্রশাসনকেই বহন করতে হবে। যা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বিএফইউজে ও ডিইউজে আশা করে না।
বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
বাসস/সবি/এমআর/১৮২৫/-কেজিএ