বাজিস-৮ : ফেনীতে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় জরিমানা

185

বাজিস-৮
ফেনীতে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় জরিমানা
ফেনী, ৩ নভেম্বর ২০২০ (বাসস) : জেলা সদরে আজ মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাজিলপুর মাদ্রাসা রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
সোহেল চাকমা জানান, ফাজিলপুরের মাদ্রাসা রোডে পরিচালিত অভিযানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে জাহাঙ্গীর হোটেলকে চারহাজার পাঁচশ’ টাকা ও সাহাবউদ্দিন স্টোরকে তিনহাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কয়েল ও বিস্কুট ধ্বংস করা হয়।
অভিযানকালে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪২/এমকে