শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত : জি.এম. কাদের

453

ঢাকা, ৩ নভেম্বর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি প্রচলিত শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বলেছেন, তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত।
আজ জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সাথে পৃথক দুটি মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জি.এম. কাদের বলেন, প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থায় অটো-পাশ শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে।
পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে। করোনাকালে বেসরকারী শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই- ২০১৮-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান।