বাসস দেশ-২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত

99

বাসস দেশ-২৪
বিএসএমএমইউ-জেল হত্যা দিবস
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত
ঢাকা, ৩ নভেম্বর, ২০২০ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণ করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এসময় ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান,উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৮৫৩/অমি