‘শিক্ষক’ ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা আফ্রিদির

390

রাওয়ালপিন্ডি, ৩ নভেম্বর ২০২০ (বাসস) : গত বছরের সেপ্টেম্বরে আজহার মাহমুদের পরিবর্তে সাবেক অধিনায়ক ও খেলোয়াড় ওয়াকার ইউনুসকে জাতীয় বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়াকারের সান্নিধ্যে নিজের বোলিংএ ব্যাপক উন্নতি করেছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিক্ষক’ ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফ্রিদি।
সম্প্রতি টুইটারে টুইট করে ওয়াকারকে উদ্দেশ্য করে শাহিন শাহ লিখেছেন, ‘যখন আপনার শিক্ষক কোন কথা বলে, তখন আপনাকে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর মাঠে নিজেকে পুরোপুরিভাবে উজার করে দিতে হবে।’
ইংল্যান্ডের কাউন্টির পর পাকিস্তানের ঘরোয়া মৌসুমে দারুন পারফরমেন্স করেছেন আফ্রিদি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দু’বার পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন তিনি।
এরপর চলমান জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪৯ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন আফ্রিদি। তিনি আরও লিখেন, ‘ওয়াকারের কাছ থেকে পাওয়া পরামর্শ আমার বোলিংএ উন্নতি ঘটিয়েছে।’