বাজিস-১১ : ফুলবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

158

বাজিস-১১
ফুলবাড়ি-মৃত্যু
ফুলবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম, ৬ আগস্ট ২০১৮ (বাসস) : জেলার ফুলবাড়ীতে পানিতে ডুবে মুসা মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার শ্যামপুর গ্রামে। সে ওই গ্রামের গোলাম মওলার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুসা মিয়া বাড়ির উঠোনে খেলছিল। হঠাৎ করে সে সবার অজান্তে ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে উঠোনে দেখতে না পেয়ে বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। পরে বাড়ির পাশের ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/১৮০০/-মরপা