বঙ্গবন্ধু ফেডারেশন কাপে জয় পেল বান্দরবান ও আনসার

358

ঢাকা, ২ নভেম্বর, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় আজ জয়লাভ করেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২৬ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-১২ গোলে পিছিয়ে ছিল। দিনের অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩৪-২৯ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১২ গোলে এগিয়ে ছিল।
আগামী বুধবার সকাল ১১.৩০ টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এম.পি) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
টুর্নামেন্টে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হচ্ছে – বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, টিম হ্যান্ডবল ঢাকা ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।