বাজিস-১০ : ভোলায় কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে কর্মশালা

108

বাজিস-১০
ভোলা-কর্মশালা
ভোলায় কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে কর্মশালা
ভোলা, ২ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ কর্মশালা ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (বরিশাল বিভাগ) ডা. বাসুদেব কুমার দাস।
সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনিসেফ’র বরিশাল বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ, ভোলা ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. মহিবুল্লাহ, ইউনিসেফের কনসালটেন্ট ডা. আসিফ সরোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, নার্স, পরিসংখ্যানবিদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/এইচএএম/১৯০০/এমকে