বাসস দেশ-১৪ : লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নেই

91

বাসস দেশ-১৪
সমুদ্র সংকেত-লঘুচাপ
লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নেই
ঢাকা, ২ নভেম্বর, ২০২০ (বাসস) : মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।
আজ আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
বাসস/সবি/এসএস/১৭৩৫/এএএ