বাসস প্রধানমন্ত্রী-৩ : ২০২১ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে

105

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-মন্ত্রিসভা-ছুটি
২০২১ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে
ঢাকা, ২ নভেম্বর ২০২০ (বাসস) : আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই বৈঠকে অংশগ্রহণ করেন।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন মিলিয়ে মোট ২২ দিন সরকারী ছুটি থাকবে। এর মধ্যে সাতদিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। তবে, চাঁদের আগে-পরে হলে দু’একদিন কম বেশি হতে পারে।’
বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচদিন, হিন্দুদের জন্য আট দিন, খ্রিস্টান ধর্মাবলাম্বীদের জন্য আটদিন এবং বৌদ্ধদের জন্য পাঁচদিন।’
মন্ত্রিসভা ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে, বলেন তিনি।
বাসস/এএসজি-এমএকে-এফএন/১৭২৩/আরজি