বাসস দেশ-৪ : লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে

155

বাসস দেশ-৪
আবহাওয়া-পূর্বাভাস
লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে
ঢাকা, ২ নভেম্বর,২০২০(বাসস): মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অবস্থানরত লঘুচাপটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯ টা পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা কমতে পারে। অন্যবিভাগে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এবং দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় লঘুচাপটি দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসময় দেশের কোথাও কোথাও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পরবর্তী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে,সপ্তাহের শেষে বজ্রসহ বৃষ্টিপাতের পরিস্থিতি ভাল হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।
বাসস/সবি/এসএস/১২১৫/-আসাচৌ