বাজিস-৮ : ডোমারে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ঢেউ টিন ও অর্থ বিতরণ

138

বাজিস-৮
ডোমার-বিতরণ
ডোমারে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ঢেউ টিন ও অর্থ বিতরণ
নীলফামারী, ৬ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলার ডোমার উপজেলার ওপর দিয়ে কয়েক মাস আগে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউ টিন ও ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব টিন ও অর্থ বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মো. আফতাব উদ্দিন সরকার।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদ আলী ব্যাপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন, গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে ১ বা-িল করে ঢেউটিন ও ৩ হাজার করে টাকা বিতরণ করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
একই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ১ প্যাকেট করে শুকনা খাবার বিতরণ করা হয় বলে জানান তিনি।
বাসস/সংবাদদাতা/১৬৪০/-মরপা