বাসস দেশ-৫২ : রেমিট্যান্স প্রবাহ ৪৩.৩৪ শতাংশ বেড়েছে

174

বাসস দেশ-৫২
রেমিট্যান্স-প্রবাহ
রেমিট্যান্স প্রবাহ ৪৩.৩৪ শতাংশ বেড়েছে
ঢাকা, ১ নভেম্বর, ২০২০ (বাসস) : প্রবাসী বাংলাদেশীরা চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে ৮,৮২৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩.২৪ শতাংশ বেশি। অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে জুলাই-অক্টোবর সময়কালে দেশে ৬,১৬১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
তথ্য অনুসারে, ২০২০-২০২১ অর্থবছরের অক্টোবরে দেশে ২,১১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু ২০১৯-২০২০ অর্থবছরের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ১,৬৪২ মিলিয়ন ডলার।
তথ্য অনুসারে, ২০২০ সালের অক্টোবরের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪১,০০৫ মিলিয়ন ডলার যা ২০১৯ সালের অক্টোবরের শেষে ছিল ৩২,৪৩৮ মিলিয়ন ডলার।
বাসস/কেইউসি/অনু-এইচএন/২১৩৭/এবিএইচ