বাসস ক্রীড়া-১৪ : দারের বিশ্বরেকর্ড

160

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-দার
দারের বিশ্বরেকর্ড
রাওয়ালপিন্ডি, ১ নভেম্বর ২০২০ (বাসস) : ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ আম্পায়ারিং বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের আলিম দার। আজ রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনে নেমে বিশ্বরেকর্ড গড়েন ৫২ বছর বয়সী দার।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার দার এখন পর্যন্ত ২১০টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোর্জেনকে পেছনে ফেলেছেন দার। ২০৯টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন কোর্জেন।
ইতোমধ্যে সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার বিশ্বরেকর্ডও দখলে নিয়েছেন দার। ৩৮৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। টেস্টে ১৩২টি ও টি-টুয়েন্টিতে ৪৬টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন দার। টেস্টে সর্বোচ্চ ম্যাচে দায়িত্ব পালনের বিশ্বরেকর্ড দারের দখলে। টি-টুয়েন্টিতে দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। ৪৯টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে শীর্ষে রয়েছেন পাকিস্তানের আহসান রাজা।
বাসস/এএমটি/২১৩৪/স্বব