বাজিস-১০ : সাতক্ষীরায় বঙ্গবন্ধু যুব দিবসে ঋণের চেক বিতরণ

165

বাজিস-১০
সাতক্ষীরা- চেক বিতরণ
সাতক্ষীরায় বঙ্গবন্ধু যুব দিবসে ঋণের চেক বিতরণ
সাতক্ষীরা, ১ নভেম্বর ২০২০ (বাসস) : ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে জেলায় আজ আলোচনাসভা, সনদপত্র বিতরণ ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
আজ সকাল ১০টায় সাতক্ষীরা যুব ভবনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।
যুব দিবসের আলোচনাসভা শেষে ইলেকট্রন্ক্সি, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন এন্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি, পোশাক তৈরী বিষয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২১২৭/এমকে