বাসস দেশ-৪৭ : কালুনগর খালের উপর নির্মিত ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

173

বাসস দেশ-৪৭
কালুনগর-খাল
কালুনগর খালের উপর নির্মিত ১০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১ নভেম্বর, ২০২০ (বাসস) : কালুনগর খালের দুই পাশে নির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ এই উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন।
এ সময় অঞ্চল-৩ এর প্রকৌশলীদের দ্বারা চিহ্নিত কালুনগর খালের রেলিং এর উপর ইটের গাঁথুনি দিয়ে তৈরি স্থাপনাসমূহ অপসারণ করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত অভিযান সম্পর্কে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘ডিএসসিসির অঞ্চল-৩ এর প্রকৌশলীগণ কালুনগর খালের উপর নির্মিত দশটি অবৈধ স্থাপনা চিহ্নিত করে দেন। আমরা সেসব স্থাপনা অপসারণ করেছি। এই স্থাপনাগুলো কালুনগর বড় মসজিদ কমিটি কর্তৃক নির্মিত বলে আমরা জানতে পারি। উচ্ছেদ পরবর্তীতে আমরা মসজিদ কমিটিকে খালের উপর স্থাপনা নির্মাণের ব্যাপারে সতর্ক থাকতে এবং খালের রেলিং থেকে ৫ ফুট দূরত্বে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের পরামর্শ দেই। কমিটি এ বিষয়ে আরও সচেতন থাকার ও ডিএসসিসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’
বাসস/সবি/এমএসএইচ/২১০৫/এবিএইচ