বাসস দেশ-১৩ : দেশের প্রধান নদ ও নদীর পানি কমছে

118

বাসস দেশ-১৩
নদ নদী-পরিস্থিতি
দেশের প্রধান নদ ও নদীর পানি কমছে
ঢাকা,০১ নভেম্বর,২০২০(বাসস): মনু ও খোয়াই নদী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলের নদী ছাড়া দেশের প্রধান নদ ও নদীর পানি কমছে।
আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এসব নদ ও নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে, পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৮ টির,কমেছে ৫৮ টির,অপরিবর্তিত রয়েছে ৫ টি,বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১ টি এবং বিপদসীমার উপরে ষ্টেশনের সংখ্যা ১ টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কানাইঘাট ৬৩ মিলিমিটার এবং পরশুরাম ৪২ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৬৫০/-অমি