চীনে রোববার থেকে আদম শুমারি শুরু

375

সাংহাই, ১ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে প্রতি এক দশকে জনসংখ্যা গণনার ধারাকাহিকতায় লাখ লাখ আদম শুমারি কর্মী রোববার চীনজুড়ে লোকদের দরোজায় কড়া নাড়ছে। এই আদমশুমারিতে প্রথমবারের মতো মোবাইল অ্যাপস’র সাহায্য নেয়া হচ্ছে।
প্রায় ৭০ লাখ কমিউনিটি কর্মী এবং স্বেচ্ছাসেবী সাংহাইয়ের শহরতলীতে সুউচ্চভবন থেকে দুর্গম তিব্বতিয়ান পার্বত্য গ্রাম পর্যন্ত লোকদের বাড়ি বাড়ি পৌঁছে দুই মাস ধরে তথ্য সংগ্রহ করবে।
জনসংখ্যা বৃদ্ধি, চলাচলের ধরণ এবং অন্যান্য প্রবণতা নির্ধারণের জন্য চীন প্রতি দশ বছরে আদমশুমারি পরিচালনা করে এবং এতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, শ্রম, প্রবীণদের সেবা এবং অন্যান্য সেবায় অর্থায়নের ফলাফল দেখা হয়।
এর আগে ২০১০ সালে পরিচালিত আদম শুমারিতে চীনের জনসংখ্যা ছিল ১৩৩ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৮৫২ জন, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫.৮৩ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৮০৪ জন।