বাসস ক্রীড়া-১৪ : জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন টেইলর

391

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-টেইলর
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন টেইলর
রাওয়ালপিন্ডি, ৩১ অক্টোবর ২০২০ (বাসস) : গতকাল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১২ রান করেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
১৯৭তম ওয়ানডেতে ক্যারিয়ারের ১১ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন টেইলর। এই সেঞ্চুরিতে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন টেইলর। এতেই সাবেক অধিনায়ক এন্ড্রি ফ্লাওয়ারকে ছাপিয়ে গেলেন টেইলর।
কারন তিন ফরম্যাট মিলিয়ে টেইলরের সেঞ্চুরি এখন ১৭টি। আর এন্ডি সেঞ্চুরি করেছেন ১৬টি।
টেইলর ৩১ টেস্টে ৬টি, ১৯৭ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি করেছেন টেইলর। টি-টুয়েন্টিেেত কোন সেঞ্চুরি করেননি টেইলর। এন্ডি ৬৩ টেস্টে ১২টি, ২১৩ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি করেছেন।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে তৃতীয়স্থানে আছেন এন্ডির ভাই গ্র্যান্ট ফ্লাওয়ার। ২৮৮ ম্যাচে ১২টি সেঞ্চুরি করেছেন গ্র্যান্ট।
বাসস/এএমটি/২১৫৫/স্বব