বাসস ক্রীড়া-১২ : ১৯ দিন পর করোনা মুক্ত হলেন রোনাল্ডো

209

বাসস ক্রীড়া-১২
ফুটবল-রোনাল্ডো
১৯ দিন পর করোনা মুক্ত হলেন রোনাল্ডো
মিলান, ৩১ অক্টোবর ২০২০ (বাসস) : ১৯ দিন পর করোনাভাইরাস থেকে সুস্থ হলেন পর্তুগালের অধিনায়ক ও ইতালিয়ান ফুটবল ক্লাবে জুভেন্টাসের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
এক বিবৃতিতে সিরি’আ ও জুভেন্টাস বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, রোনাল্ডোর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই এখন আর আইসোলেশনে থাকতে হবে না রোনাল্ডোকে।
এ মাসের মাঝামাঝি সময়ে উয়েফা নেশন্স লিগে খেলার জন্য পর্তুগাল জাতীয় দলের ক্যাম্পে ছিলেন রোনাল্ডো। ক্যাম্পে থাকাকালীন করোনা পরীক্ষা করান তিনি। গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৩৫ বছর বয়সী রোনাল্ডোর। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ইতালিতে আসেন এবং আইসোলেশনে থাকেন রোনাল্ডো।
করোনা আক্রান্ত হবার কারণে নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে খেলতে পারেননি রোনাল্ডো। তবে রোনাল্ডোকে ছাড়াই সুইডেনকে ৩-০ গোলে হারায় পর্তুগাল।
এছাড়াও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি রোনাল্ডো।
বাসস/এএমটি/১১৪৫/স্বব