সারাদেশে ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত

615

ঢাকা, ৩১ অক্টোবর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শীর্ষক শ্লোগানে আজ শনিবার দেশের বিভিন্ন জেলায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে।
বাসস-এর নীলফামারী সংবাদদাতা জানান, ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।
কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনাসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ।
সভাশেষে কমিউনিটি পুলিশিং কাজে বিশেষ অবদানের জন্য আইজিপি’র পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় দুই ব্যক্তির হাতে। সম্মাননাপ্রাপ্তরা হলেন- ডোমার থানার উপ-পরির্দশক (এসআই) মো. শাহ্ আলম ও কমিউনিটি পুলিশিং ফোরামের ডোমার ইউনিয়নের পাঁচনম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মো. জাবেদুল ইসলাম সানবিম।
বাসস-এর নওগাঁ সংবাদদাতা জানান, ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফুল ইসলাম খান প্রমুখ।
বাসস-এর নড়াইল সংবাদদাতা জানান, কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি তৌফিক হাসান ময়না। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা কমিটির সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু।
বাসস-এর পটুয়াখালী সংবাদদাতা জানান, ‘কমিউনিটি পুলিশিং ডে- ২০২০’ উপলক্ষে আজ শনিবার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।
পরে শিশু একাডেমী মিলনায়তনে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সালাম, কলাপাড়ার পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটার পৌ মেয়র আব্দুল বারেক মোল্লা ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. হমায়ুন কবির।
আলোচনাসভা শেষে মির্জাগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ব্যাপারী এবং কলাপাড়া থানার উপপরিদর্শক (নি.) মো. শওকত জাহান খানকে কাজের স্বীকৃতি হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাসস-এর পাবনা সংবাদদাতা জানান, ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার সকালে পাবনা পুলিশ লাইনস মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এরপর রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে, পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভার আয়োজন করা হয়। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।