বাসস দেশ-১১ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু

126

বাসস দেশ-১১
করোনা-আপডেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ আরও ১৮ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৩২০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৪৪২ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়।
এতে জানানো হয় ‘গত ২৪ ঘন্টায় আরও ১৮ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি মারা গেছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯২৩ জনে দাঁড়াল।’
এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনে।
একই সময়ে সারাদেশে সরকার অনুমোদিত ১১৩টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৫৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৫ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেখা গেছে, মোট আক্রান্তদের মধ্যে ৭৯ দশমিক ৫১ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৪৫ শতাংশ রোগী মারা গেছেন।
বাসস/অনুবাদ/এমএএস/১৮০৫/এএএ