বাসস ক্রীড়া-৪ : লক ডাউন সত্ত্বেও ফ্রান্সে লিগ ওয়ান ও অন্যান্য পেশাদার ক্রীড়া আসর চলবে

119

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
লক ডাউন সত্ত্বেও ফ্রান্সে লিগ ওয়ান ও অন্যান্য পেশাদার ক্রীড়া আসর চলবে
প্যারিস, ৩১ অক্টোবর ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রনের ঘোষিত পুনরায় লক ডাউনের সিদ্ধান্ত সত্ত্বেও ফ্রান্স জুড়ে এলিট স্পোর্টসগুলো চালু থাকবে বলে দেশটির ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাসিনেউ জানিয়েছেন।
আগামী সপ্তাহগুলো ফ্রান্সের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য অত্যন্ত কঠিন সময় বয়ে নিয়ে আসবে। কিন্তু সে কারনে সবকিছু একেবারে বন্ধ করে রাখলে চলবে না। এ কারনেই পেশাদার খেলাগুলো চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মারাসিনেউর এই মন্তব্য অনুযায়ী ফ্রান্সের শীর্ষ পেশাদার ফুটবল লিগ- লিগ ওয়ান চালু রাখতে আর কোন বাঁধা থাকলো না। একইসাথে ছয় জাতির ফরাসি রাগবি প্রতিযোগিতাও পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে প্যারিস মাস্টার্স টেনিস। নির্ধারিত সময়ই তা শুরু হবে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।
করোনা মহামারীর দ্বিতীয় ধাপ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে ইউরোপ ও আমেরিকা। ফ্রান্সেও হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে লক ডাউনের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষনে ম্যাক্রন এই ঘোষনা দেন।
বাসস/নীহা/১৪৪০/স্বব