বায়তুল মুকাররম মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাদ জুম্মা বিশেষ মুনাজাত অনুষ্ঠিত

367

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২০ (বাসস): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো: আনিছুর রহমান সরকারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীরা মুনাজাতে অংশ গ্রহণ করেন।
এদিকে, আশেকানে গাউছিয়া রহমানীয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী উপলক্ষ্যে ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিবাদে শুক্রবার সকালে গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব শাহ্সূফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ।
শাজাহান খান মহানবী (সা.) এর তাৎপর্যপূর্ণ জীবনী তুলে ধরে বলেন, ‘সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে জনমতও সৃষ্ট হবে।’
পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসী এবং মুসলিম উম্মাহ তথা মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।