বাসস বিদেশ-৪ : শিকাগোতে অপরাধী চক্রের সংঘর্ষে নিহত ৫

368

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-শিকাগো
শিকাগোতে অপরাধী চক্রের সংঘর্ষে নিহত ৫
ওয়াশিংটন, ৬ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীতে রোববার সহিংসতায় ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে।
মার্কিন গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার শিকাগোর টহল পুলিশ প্রধান ফ্রেড ওয়ালের এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েকজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। সংঘবদ্ধ চক্রের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
তিনি আরো বলেন, ‘শিকাগো নগরী এক সংঘাতপূর্ণ রাত প্রত্যক্ষ করেছে। আমাদের রাস্তায় হয় নির্বিচারে না হয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি হামলা করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।’
সিএনএন জানিয়েছে, মধ্যরাত থেকে দুপুর দুটা পর্যন্ত কয়েক দফায় গোলাগুলি হয়। রাত দেড়টা থেকে মাত্র কয়েক ঘন্টায় ১০ টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বন্দুকধারীরা একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায়। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু রয়েছে।
২০১৬ সালে শিকাগোতে প্রায় ২০ বছরের রেকর্ড নম্বর হত্যাকা- ঘটে।
ওয়ালের বলেন, এ বছর শিকাগোতে এ পর্যন্ত গোলাগুলির ঘটনা ৩০শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। হত্যার ঘটনা ২৫ শতাংশ কমেছে।
বাসস/কেএআর/১৩২৫/জুনা